চিত্ত যেথা ভয়শূন্য
চিত্ত যেথা ভয়শূন্য
চিত্ত যেথা ভয়শূন্য,উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উত্সমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়,
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি---
পৌরুষেরে করে নি শতধা,
নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা,
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত॥
Chitto Jetha Voy Sunno
AnalysisIn the time of British- Raj in India, the fetters of foreigners had always disturbed the poet. It was his heartfelt prayer to the Almighty to uplift his own country to such a state and stature that could be called as the ultimate of all ideals. The poet believed that where the heart and the mind could work with all their freedom, knowledge knew no boundaries, where there would be no wall between the domestic world and the world of wisdom; where the traditional practices and ceremonies would never create obstacles to think free, neither the self - confidence of an individual would be challenged by rituals and superstitions, there the king of all kings would be able to do the real justice to the countrymen of India to make them achieve the ever - desired place of heaven-- their own native land!