বিপদে মোরে রক্ষা করো
বিপদে মোরে রক্ষা করো
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা–বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি,
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা–
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাই-বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে–
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।
Bipode More Rokkha Koro
Parjaay: PujaUpa-parjaay: Dukkha
Taal: Jhampak
Raag: Iman-Kalyan
Written on: 1906 (1313)
Collection: Geetanjali
Here is a hymn that defines an adamantine devotee who does not seek protection from danger, consolation in grief, help in distress and deprivation, rescue from trouble or relief from burden. He prays to the Almighty to be vouchsafed courage to face danger, fortitude to bear grief, strength to combat distress and deprivation, zest and vim to cross hurdles, and energy to shoulder his own burden. Above all, he prays for firm, resolute and unwavering faith in the Divine amidst consternation. To him God is not a messiah to deliver from trouble but a fountain head of energy and strength as well as a perennial source of inspiration.