বৈরাগ‍্যসাধনে মুক্তি সে আমার নয়...

বৈরাগ‍্যসাধনে মুক্তি সে আমার নয়...

বৈরাগ‍্যসাধনে মুক্তি , সে আমার নয় ।  
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়  
লভিব মুক্তির স্বাদ । এই বসুধার    
মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার
তোমার অমৃত ঢালি দিবে অবিরত  
নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো
সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়
জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়
তোমারি মন্দির-মাঝে ।                      
ইন্দ্রিয়ের দ্বার  
করি যোগাসন , সে নহে আমার।
যে- কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে
তোমার আনন্দ রবে তার মাঝখানে।
মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, 
প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া ।

Bairagya Sadhane Mukti Se Amar Noy

Analysis

Emancipation is never welcomed through sainthood. Domestic shackles and responsibilities are there to enjoy the taste of freedom . The earth rejuvenates herself with the heavenly nectar, decorates herself with the heavenly flame reflected through the inner radiance of the omnipotent.
This ever- smiling face of the Earth cordially invites us in such a way to cherish the beauty of her own that the poet discards the thought to seclude himself from enjoying the world with carnal desires. Rather, he affirms that lust and love will be transformed into purity and piety -- the presence of the Almighty
 
মুক্তি

Song:

Video: